শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

নিত্যপণ্যের দাম বৃদ্ধি, স্থিতিশীল সবজির বাজার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১২, ২৪ সেপ্টেম্বর ২০২১

Google News
নিত্যপণ্যের দাম বৃদ্ধি, স্থিতিশীল সবজির বাজার

ফাইল ছবি

প্রায় দেড় মাস উর্ধ্বমুখী থাকার পর রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম। তবে এখনও সব ধরনের সরু চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকার উপরে। সামনের দিনগুলোতে এ দাম আরো কমবে বলে আশা করছেন বিক্রেতারা।

এদিকে রাজধানী বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। এর প্রভাবে মোটামুটি স্থিতিশীল রয়েছে সবজির বাজার। বাজারে পটল ৪০, ঢেড়স ৫০, বেগুন ৬০, কাকরোল ৪০, টমেটো ৮০, শিম ১২০, আলু ২৫, কাঁচামরিচ ১২০ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে প্রায় প্রতিদিনই বাড়ছে সয়াবিন তেলের দাম। বাড়তে বাড়তে প্রতিলিটার সয়বিন তেল বিক্রি হচ্ছে ১৫৮ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল দেড়‘শ টাকায়। পাশাপাশি দাম বেড়েছে চিনি আর আদার দাম। এ সপ্তাহে চিনির দাম দাড়িয়েছে ৮০ ও আদার দাম ৯৫ থেকে ১০০ টাকা।  

বাজারে এ সপ্তাহে ইলিশের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়লেও দাম এখনো সাধারনের নাগালের বাইরে। একই সাথে অন্যান্য মাছের দামও বেড়েছে আগের তুলনায়। তবে গরু, খাসি, মহিষের মাংস আর ডিম বিক্রি হচ্ছে আগের দামেই।

এদিকে নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তি বেড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। তাদের মতে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বেশ চাপের মধ্যে আছেন তারা। তাই সরকারের নিকট তাদের আবেদন ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্যের দাম জনসাধারণের নাগালের মধ্যে নিয়ে আসা।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের