শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

কোভিড: বাংলাদেশকে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এডিবি

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২১

Google News
কোভিড: বাংলাদেশকে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এডিবি

কোভিড-১৯ এর ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে এই অর্থ দেবে সংস্থাটি। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঋণ শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অবকাঠামো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করার জন্য ব্যবহার করা হবে। বাংলাদেশের অষ্টম পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঋণ দেওয়া হচ্ছে।

টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় মোট ৫০ কোটি ডলার ঋণ দেওয়া হবে। এর প্রথম কিস্তির ২৫ কোটি ডলারের অনুমোদন দেওয়া হলো। বাকি ২৫ কোটি ডলার ২০২২ সালের প্রথম দিকে অনুমোদন করা হবে।

স্বল্প আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং দেশীয় সম্পদের অদক্ষ ব্যবহার রোধের ক্ষেত্রে এই ঋণ সহায়তা করবে জানায় এডিবি।

এর ফলে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পখাতে (সিএমএসএমই) করোনার যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুনরুদ্ধার করার আশা প্রকাশ করছে সংস্থাটি।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের