শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

একনেকে ৭ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৪, ৫ অক্টোবর ২০২১

Google News
একনেকে ৭ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

ফাইল ছবি

৬ হাজার ৫৫১ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি-একনেক। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্প কমিশনে আয়োজিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এটি ছিলো চলতি অর্থ বছরের ৫ম একনেক সভা। এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ৬৫তম সভা এটি। 

মোট ৭টি মন্ত্রণালয়ের অধীনে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা এবং বিভিন্ন দাতা সংস্থা থেকে ২৬ কোটি ২২ লাখ টাকা ঋণ নিয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। তবে তহবিল পাওয়া না গেলে এ অর্থ রিজার্ভ থেকে নেওয়া হবে বলেও একনেক সভায় পরামর্শ উঠে এসেছে। 

এদিকে পূর্ব নির্ধারিত সময় থেকে এক বছরেরও বেশি সময় আগে আগামী শুক্রবার খুলে দেওয়া হবে দেশের অন্যতম মেগা প্রজেক্ট কর্ণফুলী ট্যানেলের মুখ। 
 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের