বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

আবারও বাড়লো তেলের দাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২১, ১৯ অক্টোবর ২০২১

আপডেট: ০০:১৩, ২০ অক্টোবর ২০২১

Google News
আবারও বাড়লো তেলের দাম

ফাইল ছবি

প্রতি লিটারে আবারও ৭ টাকা করে বেড়েছে সয়াবিন তেলের দাম। ফলে বর্ধিত দাম অনুযায়ী তেলের দাম দাঁড়াচ্ছে লিটার প্রতি ১৬০ টাকা।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই মূল্য নির্ধারণ করেছে সংগঠনটি।

এখন থেকে ৫ লিটারের তেলের বোতল পাওয়া যাবে ৭৬০ টাকায়, যা এত দিন ৭২৮ টাকা ছিল। এছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৬ টাকা ও বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা।

বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই দর অবিলম্বে কার্যকর হবে। 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের