বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ২৫ জুন ২০২১

আপডেট: ০৪:০৮, ২৬ জুন ২০২১

Google News
এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

ফাইল ছবি

করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় ব্যাপক অনিশ্চয়তার মধ্যে রয়েছে দেশের শিক্ষাব্যাবস্থা। তবে এরইমধ্যে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে কিছুটা আশার আলো দেখালো ঢাকা শিক্ষা বোর্ড। জানা গেছে, ২৯ জুন শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণ এবং চলবে ১১ জুলাই পর্যন্ত।

শুক্রবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, এ বছর নির্বাচনী (টেস্ট) পরীক্ষা হবে না। এই কারণে নির্বাচনী পরীক্ষার ফিও আদায় করা যাবে না। 

বিজ্ঞপ্তিতে ফরম পূরণে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 

বেঁধে দেওয়া এই ফি’র অতিরিক্ত আদায় করা হলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠান এখনও খুলতে না পারলেও এবার পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা বলে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য সংক্ষিপ্ত সিলেবাসও প্রকাশ করা হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের