শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে: শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২১:০৫, ১১ সেপ্টেম্বর ২০২১

Google News
সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি (ফাইল ছবি)

করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) জামালপুরে পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষার্থীদের পাঠদান করা হয়। যেন সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা না থাকে। সেই হিসাবগুলোকে মাথায় রেখে সব ব্যবস্থা নেয়া হচ্ছে। তারপরও যদি কোনো কারণে সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দেয় তাহলে সংক্রমণ বন্ধের চেষ্টা করা হবে। যদি প্রয়োজন হয় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে।”

তিনি বলেন, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারি নীতিমালা না মানে তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমরা অবহেলা করতে পারি না।”

মন্ত্রী আরও বলেন, “শ্রেণি কক্ষে কেউ না এলে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করবে কী কারণে তারা আসছে না। তখন ঝরে পড়ার বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাবে।”

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের