বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫:৫৮, ২০ অক্টোবর ২০২১

আপডেট: ০৫:৫৯, ২০ অক্টোবর ২০২১

Google News
ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

সুফিয়া কামাল হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে হলের প্রদীপ্ত ভবনের অষ্টম তলায় ৮০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে রেডিও টুডে'কে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম।

তিনি বলেন, বৈদ্যুতিক ইস্ত্রি থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।  আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুনে নেভাতে কাজ করেছে।

হলটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রেডিও টুডে'কে জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।ছাত্রীরা সবাই নিরাপদে হলের নিচে অবস্থান করছে। কেউ হতাহত হয়নি।তবে রুমে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এটা এইমুহূর্তে বলা যাচ্ছে না। 

হলের প্রভোস্ট অধ্যাপক শামীম বানু বলেন, হলে আগুনের রেখা দেখা দিলে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার সময় রুমে কেউ ছিলো না। একটা মেয়ে সকালে বৈদ্যুতিক ইস্ত্রি লাইনে রেখে বের হয়ে যায়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে দূর্ঘটনার স্থান পরিদর্শন করতে রাত সোয়া ১০টার দিকে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান হলে ঢুকেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী হলে গেছেন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের