শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

শাবিপ্রবিতে অনশনে থাকা শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবনতি, দ্রুত পদক্ষেপের দাবি

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ০০:৩৫, ২৩ জানুয়ারি ২০২২

Google News
শাবিপ্রবিতে অনশনে থাকা শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবনতি, দ্রুত পদক্ষেপের দাবি

ছবি: রেডিও টুডে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে চার দিন ধরে অনশনে রয়েছেন শিক্ষার্থীরা। গুরুতর অসুস্থ হওয়ার কারনে ইতিমধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অনশনের চার দিনেও এখনো সরকার কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহন না করায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের। বড় পরিসরে অনশনে নামার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। 

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীরা জানান, ডাক্তারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার কারনে অনশনরত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যাওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা। 

হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থীরা অনশন না ভাঙার কারনে তাদের নিয়ে উৎকণ্ঠা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবির করোনা পরিস্থিতি প্রকট হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাইরে লোকজনকে না যাওয়ার আহবান জানিয়েছেন।

গত রোববার ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার পর থেকে ভিসির পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনে গেছেন শিক্ষার্থীরা। বুধবার থেকে তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন।   

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের