শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শাবিপ্রবির ৫ শিক্ষক 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:১৪, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ০১:১৬, ২৩ জানুয়ারি ২০২২

Google News
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শাবিপ্রবির ৫ শিক্ষক 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষামন্ত্রীর বাসভবনে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি বলেন, শাবিপ্রবির পাঁচ জন শিক্ষক শিক্ষামন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

শিক্ষকদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদেন ডিন ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল।

এদিকে আন্দোলনকারী নেতৃবৃন্দ জানিয়েছেন, উপাচার্যের বাসভবনের সামনে অনশনকারী শিক্ষার্থীদের ১৭ জনকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের