শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় আরো ২৭০ জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:১৮, ২০ আগস্ট ২০২১

আপডেট: ০৮:৫২, ২১ আগস্ট ২০২১

Google News
বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় আরো ২৭০ জন হাসপাতালে

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো ২৭০জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৪০জন ও ঢাকার বাহিরে ৩০ জন রয়েছেন।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ২শ ৫১জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৯শ' ৮২জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ১২৪৫জন। চলতি বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া এসব তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য মতে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫জন, মিটফোর্ড হাসপাতালে ৪৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৯ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন সহ বিভিন্ন হাসপাতালে ২৭০ জন ভর্তি আছেন।

রেডিওটুডে নিউজ/এসআই/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের