শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

দ্বন্দ্ব ভে চলচ্চিত্র শিল্প সমিতিতে ডিপজল

বিনোদেন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ২৭ নভেম্বর ২০২২

Google News
দ্বন্দ্ব ভে চলচ্চিত্র শিল্প সমিতিতে ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল

চলচ্চিত্র শিল্পী সমিতির গত দ্বি-বার্ষিক নির্বাচনে জায়েদ খান ও মিশা সওদাগর প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু সেই সময় সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণ দ্বন্দ্বের কারণে সমিতির কার্যক্রম থেকে দূরে সরিয়ে নেন নিজেকে।

দিন কয়েক আগে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সেইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত’ দায়িত্ব পালন করতে পারবেন চিত্রনায়িকা নিপুণ।

গতকাল শনিবার (২৬ নভেম্বর) সমিতির কার্যকরী কমিটির মিটিং হয়েছে। মিটিংয়ে মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। এতে অনেকেই সাড়া দিয়েছেন। মিটিংয়েও অংশ নিয়েছেন। এর মধ্যে সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজলও আছেন।
 
গতকাল মিটিংয়ে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি কখনও সমিতির মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব চাইনি, পছন্দও করিনি। বরাবরই বলে এসেছি, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। নীতিগতভাবে আমাদের প্যানেলের সাধারণ সম্পাদক জায়েদ খানকে আমরা সমর্থন দিয়ে আসছি। যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আমরা আদালতের রায়ের অপেক্ষা করেছি। আর শুরু থেকেই বলেছি, আদালত যে রায় দেবে তা সবার মেনে নিতে হবে।’ 

ডিপজল আরও বলেন, ‘এখন যেহেতু আদালতের তরফ থেকে জানা গেছে, নিপুণের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, তাই সিদ্ধান্ত নিয়েছি, মিটিংয়ে অংশ নিয়ে সমিতির কার্যক্রম গতিশীল করা আমার দায়িত্ব। সদস্যরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি যদি সেই দায়িত্ব পালন না করি, তাহলে তাদের কাছে কি জবাব দেব?’

তিনি বলেন, ‘আমার সমিতি করার প্রয়োজন নেই। আমি নিজেই একটি সমিতি। সমিতিতে থাকলেও আমি ডিপজল, না থাকলেও ডিপজল। এর কোনো হেরফের হবে না। তারপরও সবাইকে নিয়ে একসঙ্গে সমিতি করছি চলচ্চিত্রের স্বার্থে এবং সমিতির সদস্যদের কল্যাণের জন্য।’ 

তিনি আরও জানান, দুই বছর মেয়াদী কমিটির একবছর ইতোমধ্যেই চলে গেছে। সমিতি তো আর অচল থাকতে পারে না। সবার উচিৎ ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বাকি এক বছর সমিতির কার্যক্রম চালিয়ে নেওয়া। দ্বন্দ্ব-বিভাজন থাকা ঠিক নয়। সবাই একত্রিত হয়ে সমিতিকে এগিয়ে নিতে চান এই খল অভিনেতা। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের