বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

উপ-নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ১৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:১৮, ১৭ জানুয়ারি ২০২৩

Google News
উপ-নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম

সংগৃহীত ছবি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম ওরফে আশরাফুল হোসেন। 

এ বিষয়ে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক রিট আবেদনের শুনানি করেন বিচারপতি মোহাম্মাদ খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল করিম। তাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে ইয়াররুল ইসলাম হিরো আলমের পক্ষে শুনানি করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে বগুড়ার দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১টার দিকে এ ঘোষণা দেন। এরপর গত ১০ জানুয়ারি তিনি মনোনয়ন গ্রহণ ও বাতিল-সংক্রান্ত বিষয়ে আপিল করেন নির্বাচন কমিশনের আপিল বোর্ডে। গত বৃহস্পতিবার সেই আবেদনটিও (১২ জানুয়ারি) আপিলটি খারিজ করে দেওয়া হয়।

হলফনামায় গড়মিল পাওয়ায় বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন।

রেডিওটুডে নিউজ/এসবি/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের