শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের আজকের এই দিনের ছবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৭, ৮ নভেম্বর ২০২২

Google News
ইতিহাসের আজকের এই দিনের ছবি

সংগৃহিত ছবি

আজকের এই দিনটিতে ইতিহাসে ঘটে গেছে কিছু উল্লেখযোগ্য ঘটনা সমূহ। তার সাথে বৈশিষ্ট্য জনের জন্ম মৃত্যু দিন সহ আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমূহ।

জেনে আসি আজকের দিনের ইতিহাস আর ঘটনাসমূহ সম্পর্কে।

ঘটনাবলি :

​​​​​​১. ১৪৯৪- ইতালিতে বিদ্রোহ ঘটে।
২. ১৭৩১- প্রথম লাইব্রেরী প্রতিষ্ঠা করেন ফিলাডেলফিয়া বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
৩. ১৮৯৫- সর্বপ্রথম এক্সরে আবিষ্কার করেন জার্মান পদার্থবিদ উইলিয়াম কনভার্ট রঞ্জন।
৪. ১৯৩৯- জিতেন আক্রমণ করেন হিটলারের জার্মান বাহিনী।
৫. ১৯৪২- মিত্রশক্তির উত্তর আফ্রিকায় পদার্পণ করেছিলেন আজকের দিনে ১৯৪২ সালে।
জন্ম :
১. ১৬৫৬- ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ এডমন্ড হ্যালি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন।
২. ১৮৪৮- জার্মান গণিতবিদ ও দার্শনিক ফ্রিড্রেস লুটভিক গতলব ফ্রেগে।
৩. ১৮৮৫- গ্রিক পেইন্টার জর্জ বউজিআনিস আজকের এই দিনে জন্মগ্রহণ করেন।
৪. ১৯২৩- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রকৌশলী পদার্থবিজ্ঞানী জ্যাক কিলবি আজকের এই দিনে ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন।
৫. ১৯৬৮- আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা পার্কার পয়েস আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।

মৃত্যু :

১. ১২৩১- ফ্রান্সের রাজা অষ্টম লুইস আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন।
২. ১৮৯০- বেলজিয়াম অর্গান বাদক ও সুরকার সিসার ফ্রাঙ্ক।
৩. ১৯৩৩- আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ের হাতে আজকের এই দিনে ১৯৩৩ সালে নিহত হন।
৪. ১৯৫৪- জনপ্রিয় সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন।
৫. ১৯৯৮- ইংরেজ লেখক ও কবি রুমের গুডডেন আজকের এই দিনে ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেছিলেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের