শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

আজকের এই দিনের ইতিহাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১২, ১০ নভেম্বর ২০২২

Google News
আজকের এই দিনের ইতিহাস

ফাইল ছবি

১০ নভেম্বর বৃহস্পতিবার, ২০২২।

আজকের দিনে ঘটে গেছে ইতিহাসে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা,বিশিষ্ট জনের জন্ম-মৃত্যু দিনসহ আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমূহ।
চলুন তাহলে জেনে আসা যাক আজকের দিনের ঘটনা সমূহ সম্পর্কে।

ঘটনাবলি :

১. ১৬৫৯- ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃত্ব গ্রহণ করে কলকাতা ও গোবিন্দপুরের।
২. ১৭৯৯- ব্রুমার অবস্থান সংঘটিত হয় ফ্রান্সে আজকের এই দিনে ১৭৯৯ সালে।
৩. ১৯৭০- স্বাধীনতা লাভ করে ফিজি।
৪. ১৯৮৯- বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয় পূর্ব ও পশ্চিম জার্মানির।
৫. ১৯৮২- হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল আজকের এই দিনে ১৯৮২ সালে ১৯১০ সালের পর আবারো।
জন্ম :
১. ১৬৯৭- ইংরেজ চিত্রশিল্পী সমালোচক ও চিত্রকর উইলিয়াম হগারত।
২. ১৮৪৮- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয়তাবাদী ও রাজনীতিবিদ।
৩. ১৯১৮- নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অধ্যাপক ও রসায়নবিদ আর্নোস্ট অটো ফিশার আজকের এই দিনে ১৯১৮ সালে জন্মগ্রহণ করেছিলেন।
৪. ১৯৫৪- প্রখ্যাত বাঙ্গালী সাহিত্যিক ও কবি জয় গোস্বামী।
৫. ১৯৯২- ইংলিশ ফুটবলার ওয়িল ফ্রিয়েড যাহা।
মৃত্যু :
১. ১৮২২- বাংলা ভাষায় বিজ্ঞান রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিং ক্যারি।
২. ১৯১৭- অস্ট্রেলিয়ান ক্রিকেটার হ্যারি ট্রট।
৩. ১৯৬৪- আমেরিকান গায়ক ও অভিনেতা জিম্মি ডড।
৪. ১৮৯১- জ্যা আর্তুর র‍্যাবো আজকের এই দিনে ১৮৯১ সালে ফরাসি এই কবি মৃত্যুবরণ করেন।
৫. ২০১২- মারিয়ান লাইনস আজকের এই দিনে ২০১২ সালে মৃত্যুবরণ করেছিলেন তিনি ছিলেন একজন ইংরেজ লেখক,অভিনেত্রী এবং সুরকার।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের