শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের আজকের এই দিনে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৭, ৪ জানুয়ারি ২০২৩

Google News
ইতিহাসের আজকের এই দিনে

সংগৃহীত ছবি

জীবনের সকল অর্জন-বিসর্জন আবিষ্কার,উদ্ভাবন,জয়-পরাজয়, রাজনীতি-সমাজনীতি এবং অর্থনীতি কালক্রমে এক সময় রূপ নেয় ইতিহাসে।আজকের এই দিনে ঘটে গেছে ইতিহাসে কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম-মৃত্যু দিন সহ আরো অনেক বিষয়।

চলুন তাহলে জেনে আসি আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা সমূহ সম্পর্কে।

ঘটনাবলী

​​​​​​১. ১৯৪৭- আজকের এই দিনে ১৯৪৭ সালের দিনাজপুরে কৃষক মিছিলে সাঁওতাল শিবরাম ও কৃষক শ্রমির উদ্দিন গুলির আঘাতে নিহত হন।

২. ১৮৮৫- প্রথম এপেন্ডিসাইটিস অপারেশন শুরু হয় ১৮৮৫ সালে আজকের এই দিনে।

৩. ২০০৪- আজকের এই দিনে মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ করানো হয় ২০০৪ সালে।

৪. ১৮৬১- মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত বিখ্যাত মহাকাব্য মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়।

৫. ১৯২৭- ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি।

জন্ম :

১. ১৯৫০- বাংলাদেশী কবি এবং সাহিত্য সমালোচক খন্দকার আশরাফ হোসেন আজকের এই দিনে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেছিলেন।

২. ১৯৬৬- বাংলাদেশের একজন বিশিষ্ট সংগীত শিল্পী ফাহমিদা নবি আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।

৩. ১৬৪৩- প্রখ্যাত ইংরেজ জ্যোতির্বিদ, উদ্ভাবক, গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও দার্শনিক আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন।

৪. ১৮০৯- লুই-ব্রেইল অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে ১৮০৯ সালে।

৫. ১৯৬৫- ৯০ দশকের ফরাসি টেনিস খেলোয়াড় গি ফর্জে জন্মগ্রহণ করেছিলেন।

মৃত্যু :

১. ১৯৪১- আজকের এই দিনে নোবেল বিজয়ী ফরাসি দার্শনিক অরি বেগর্সন ১৯৪১ সালে মৃত্যুবরণ করেছিলেন।

২. ১৯৯৭- আখতারুজ্জামান ইলিয়াস একজন কথাসাহিত্যিক তিনি আজকের এই দিনে ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেছিলেন।

৩. ১৯৮৩- ১৯৮৩ সালে প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেন মৃত্যুবরণ করেন।

৪. ১৯৩১- প্রখ্যাত রাজনীতিবিদ নেতা মাওলানা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন আজকের এই দিনে ১৯৩১ সালে।

৫. ১৯৯৪- ভারতীয় সংগীত পরিচালক রাহুল দেব বর্মন ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের