শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

আইনস্টাইন কখনো মোজা পরেননি!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২২, ৩০ জানুয়ারি ২০২৩

Google News
আইনস্টাইন কখনো মোজা পরেননি!

সর্বকালের সেরা তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃত আইনস্টাইনের কথা ভাবলেই মানুষের চোখে সাধারণত ভেসে ওঠে উষ্কখুষ্ক চুল এবং পোশাক-পরিচ্ছদের ব্যাপারে খামখেয়ালি একটি চেহারা। আপেক্ষিকতা, কোয়ান্টাম তত্ত্ব, ফটো ইলেকট্রিক ইফেক্টসহ নানা বিখ্যাত তত্ত্ব দেওয়া এই নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী সম্পর্কে একটি তথ্য হয়তো অনেকেই জানেন না। আর সেটি হলো—তিনি কখনো মোজা পরতেন না! আবহাওয়া গরম থাকুক কিংবা প্রচণ্ড শীত। 

এ নিয়ে ওই সময়ও অনেকে কৌতূহল ছিল। ব্যাপারটা নিয়ে একাধিকবারই তাঁকে জবাব দিতে হয়েছে। 

মোজা না পরার কারণ সম্পর্কে আইনস্টাইন বলেছিলেন, তিনি মোজা এবং জুতা একসঙ্গে পরার উদ্দেশ্য বুঝে উঠতে পারেন না! 

আইনস্টাইন মনে করতেন, মোজা কিংবা জুতা—যেকোনো একটিই যথেষ্ট। দুটি একসঙ্গে পরার প্রয়োজন নেই। 
 

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের