শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

আজকের এই দিনে ঘটে যাওয়া ইতিহাস

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৭, ৩০ জানুয়ারি ২০২৩

Google News
আজকের এই দিনে ঘটে যাওয়া ইতিহাস

ফাইল ছবি

আজকে এই দিনে ঘটে গেছে কিছু উল্লেখযোগ্য ঘটনা। এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু দিন সহ আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমূহ।

চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের দিনের ইতিহাস সম্পর্কে :

ঘটনাসমূহ :

​​​​​১. ১৬৪৯- আজকের এই দিনে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরচ্ছেদ করা হয়।
২. ১৯৩৩- জার্মানির চ্যান্সেলর হল হিটলার এবং জার্মানিতে একনায়কতন্ত্রের উত্থান ঘটে।
৩. ১৯৭২- আজকের এই দিনে ১৯৭২ সালের কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়।
৪. ১৯৮৯- আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা করা হয় আফগানিস্তানের কাবুল এ।
৫. ১৯৯৪- সর্বকনিষ্ট গ্রান্ডমাস্টারের মর্যাদা পান পিটার লেকো ১৯৯৪ সালে।

জন্ম:

১. ১৯৩৭- আজকের এই দিনে ইংরেজ অভিনেত্রী ভানেসসা রেড গ্রাভে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেছিলেন।
২. ১৯৮৯- টমাস মেজিয়াস একজন স্প্যানিশ ফুটবল খেলোয়াড় তিনি আজকের এই দিনে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেছিলেন।
৩. ১৯১৭- কথাশিল্পী নরেন্দ্রনাথ মিত্র।
৪. ১৯৮০- মার্কিন অভিনেতা উইলমার ভালদারমা আজকের এই দিন ১৯৮০ সালে জন্মগ্রহণ করেছিলেন যিনি ছিলেন ভেনেজুয়েলা বংশোদ্ভুত।
৫. ১৯৩১- এই দিনে অস্ট্রেলিয়ান লেখক শার্লি হাজজারদ জন্মগ্রহণ করেছিলেন।

মৃত্যু :

১. ১৯৬৩-  ১৯৬৩ সালে মৃত্যুবরণ করেছিলেন ফরাসি সুরকার ফ্রান্সিস পৌঁলেঞ্চ।
২. ১৯৭৫- শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী আজকের এই দিনে ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেছেন।
৩. ২০১৪- ক্যাম্পবেল লেন ২০১৪ সালে আজকের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন যিনি ছিলেন একজন কানাডিয়ান অভিনেতা।
৪. ১৯২৮- ড্যানিশ চিকিৎসক জোহানে সিভিকের ১৯২৮ সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন।
৫. ২০১৩- বেলজিয়াম চিত্রশিল্পী রজার রাভিল।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের