বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের আজকের এই দিনটি

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৫, ৩১ জানুয়ারি ২০২৩

Google News
ইতিহাসের আজকের এই দিনটি

সংগৃহীত ছবি

আজকের এই দিনে ঘটে গেছে ইতিহাসের কিছু উল্লেখযোগ্য ঘটনা বলি এবং কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু দিন আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমূহ।

চলুন তাহলে দেরি না করে জেনে আসা যাক আজকের দিনের ইতিহাস সম্পর্কে:

ঘটনাবলি -

১. ১৯০৯- আজকের এই দিনে প্রথম ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয় যেটি কিনা আমেরিকার একটি বিখ্যাত সেতু।
২. ১৯৪৪- আজকের এই দিনে ১৯৪৪ সালে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হাঙ্গেরি।
৩. ১৯৬৮- এই দিনের নাউরু স্বাধীনতা লাভ করে ১৯৬৮ সালে।
৪. ১৯৯৯- আজকের এই দিনে বিশ্ব ঐতিহ্য ফলক উদ্বোধন করা হয়েছিল প্রথম সুন্দরবনে।
৫. ১৮৫৭- আজকের এই দিনে ১৮৫৭ সালে কানাডার রাজধানী হিসেবে অটোয়া কে পছন্দ করেন রানী ভিক্টোরিয়া।

জন্ম:

১. ১৯৩৫- জাপানি লেখক কেনজাবুরো ওহয়ে আজকের এই দিনে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। যিনি কিনা একজন নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন।
২. ১৯৪৫- অনুদৈপায়ন ভট্টাচার্য যিনি ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ।
৩. ১৯৮৫- বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার নাফিস ইকবাল আজকের এই দিন ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন।
৪. ১৯৪২- ড্যানিলা বিয়াঞ্চি যিনি কিনা একজন ইতালিয়ান অভিনেত্রী ছিলেন।
৫. ১৯০২- আলফা মাইরডাল যিনি কিনা একজন নোবেল পুরস্কার বিজয়ী সমাজবিজ্ঞানী এবং রাজনীতিবিদ ছিলেন।

মৃত্যু:

১. ১৯৭২- বীর বীরেন্দ্র বাহাদুর আজকের এই দিন ১৯৭২ সালে মৃত্যুবরণ করেন যিনি নেপালের রাজা ছিলেন।
২. ২০০৭- লি বের্গেরে মৃত্যুবরণ করেন ২০০৭ সালে এই আমেরিকান অভিনেতা।
৩.১৯৩৩- জন গোলসওথার্দি তিনি একজন ইংরেজ সাহিত্যিক ছিলেন।
৪. ২০১২- আজকের এই দিনে সিদ্দিকা কবের ২০১২ সালে মৃত্যুবরণ করেন যিনি কিনা বাংলাদেশের একজন বিশিষ্ট পুষ্টি বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ ছিলেন।
৫. ১৫৬১- মুঘল সেনাপতি বৈ রাম খা আজকের দিনে ১৫৬১ সালে মৃত্যুবরণ করেছিলেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের