শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩ জনের, শনাক্ত ২৯৬

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৪১, ৯ আগস্ট ২০২২

আপডেট: ০১:৫৪, ৯ আগস্ট ২০২২

Google News
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩ জনের, শনাক্ত ২৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করে এই ২৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আগের দিন রোববার ২১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে পাঁচ শতাংশের নিচে নেমেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩০৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৬৩৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের