শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

১৩ হাজার ছাড়াল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২১

Google News
১৩ হাজার ছাড়াল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শুধু রাজধানীতেই রয়েছেন ২৫৯ জন। এছাড়া বাকি ৫৮ জন দেশের বিভিন্ন জেলার। ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭ জনে। 

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর তথ্যমতে, চলতি বছরে আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ১১ হাজার ৭০৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যদিকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৭৫ জন। এদিকে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৫৪ জন।

ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনই তৎপর রয়েছে। মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে তাঁরা। যেসব ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবনের মালিককে বিভিন্ন করা হচ্ছে আর্থিক জরিমানা।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের