শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩১৯ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৩:১১, ১৩ সেপ্টেম্বর ২০২১

Google News
দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩১৯ জন

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শুধু রাজধানীতেই রয়েছেন ২৪৪ জন। এছাড়া বাকি ৭৫ জন দেশের বিভিন্ন জেলার। ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৮৭৫ জনে।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর তথ্যমতে, চলতি বছরে আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ১২ হাজার ৫৬১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যদিকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এর আগে সোমবার (৩০ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৩৩ জন। নগরীর চার পাশের ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে।

রেডিওটুডে নিউজ/জেএফ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের