শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ৭ জনের প্রাণহানি, শনাক্ত ৪৬৯ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১২, ১৯ অক্টোবর ২০২১

আপডেট: ০০:১৯, ২০ অক্টোবর ২০২১

Google News
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ৭ জনের প্রাণহানি, শনাক্ত ৪৬৯ জন

করোনাভাইরাস (প্রতীকী ছবি)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭৮৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২১ হাজার ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.২০ শতাংশ।

অন্যদিকে এই পর্যন্ত দেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় মোট১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫.৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৫৭ জনসহ মোট ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন সুস্থ হয়েছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনা ও রংপুরের ১ জন করে মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে চলতি বছরের ৫ এবং ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু এবং ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়েছিল।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের