শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

দেশের ৬টি হাসপাতালে কোভিড সামগ্রী প্রদান করবে বায়ার ক্রপসায়েন্স

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০২, ২২ অক্টোবর ২০২১

আপডেট: ০৩:১২, ২৮ অক্টোবর ২০২১

Google News
দেশের ৬টি হাসপাতালে কোভিড সামগ্রী প্রদান করবে বায়ার ক্রপসায়েন্স

সংগৃহীত ছবি

করোনা মহামারী প্রতিরোধের অংশ হিসেবে দেশের ৬টি জেলা হাসপাতালে কোভিড সামগ্রী প্রদানে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, জার্মানভিত্তিক এগ্রো কোম্পানী বায়ার ক্রপসায়েন্স লিমিটেড বাংলাদেশ এবং জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভলপমেন্ট, পিএইচডি।

আজ ২১শে অক্টোবর (বৃহস্পতিবার) বায়ার ক্রপসায়েন্সের কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম এবং (পিএইচডি)’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সাক্ষর করেন।

এই চুক্তির আওতায় পিএইচডির তত্বাবধানে রাজশাহী, রংপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও মানিকগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন কনসানট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, এন৯৫ ও সার্জিক্যাল মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হবে।

রেডিওটুডে নিউজ/ইকে/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের