শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

দু’মাসের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত

করোনায় আরও ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৪,৬৩৬

প্রকাশিত: ০০:৪২, ২২ জুন ২০২১

আপডেট: ০৩:৩০, ২২ জুন ২০২১

Google News
করোনায় আরও ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৪,৬৩৬

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬২৬ জনে। একই সময়ে ৪ হাজার ৬৩৬ জনের শরীরে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ফলে এযাবৎ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৪ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ।

রোগী শনাক্তের এই সংখ্যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৪ এপ্রিল এক দিনে ৫ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। ফলে এই পর্যন্ত দেশে মোট সুস্থ হলেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন। 

বয়সভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টার মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৩৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী আটজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী সাতজন আর ২১ থেকে ৩০ বছর বয়সী একজন রয়েছেন।

অন্যদিকে বিভাগওয়ারী হিসেবে, ঢাকা বিভাগে ২৩ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ১৪ জন, চট্টগ্রামে ১১ জন, রংপুরে নয়জন, বরিশালে তিনজন, সিলেটে দু’জন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের