বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

রোগীদের অযথা পরীক্ষা না দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৮, ২২ নভেম্বর ২০২১

Google News
রোগীদের অযথা পরীক্ষা না দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ছবি সংগৃহীত

দেশে রোগীদের দিয়ে প্রয়োজনের অতিরিক্ত পরীক্ষা করানো হচ্ছে। এতে রোগীদের খরচ বাড়ছে। তাই চিকিৎসকদের প্রতি অনুরোধ, রোগীদের অযথা পরীক্ষা দেবেন না। এসব কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

আজ রোববার (২১ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘ডিসেমিনেশন অন পাথ ওয়েজ টু রিডিউস হাউসহোল্ড আউট অব পকেট এক্সপেন্ডিচার’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার, কিডনি, হার্ট, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের (এনসিডিসি) কারণেই বর্তমানে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি বৃদ্ধি পাচ্ছে। এই রোগগুলোতে প্রতি বছর দেশে সর্বাধিক মৃত্যুসহ অনেক পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। এ ব্যাপারটির গুরুত্ব অনুধাবন করেই দেশের আট বিভাগে আটটি উন্নতমানের ১৫ তলাবিশিষ্ট ক্যান্সার, কিডনি, লিভার চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, হাসপাতাল নির্মাণকাজ একেবারেই শেষ পর্যায়ে। এসব হাসপাতালে হাজারো রোগী বিনা খরচে এরকম নন-কমিউনিকেবল ডিজিজগুলোর চিকিৎসা পাবে। এতে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার অনেকাংশেই কমে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত প্রায় ৬০০ দিনের মধ্যে বাংলাদেশ করোনায় প্রথম মৃত্যুশূন্য হলো। এটি স্বাস্থ্যখাতের সফল পরিকল্পনা, পরিশ্রম এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফসল। তবে আমাদের কোনোভাবেই আত্মতুষ্টিতে ভোগা যাবে না। কারণ এটি যাতে আবারো বড় কোনো আঘাত হানতে না পারে সেজন্য কাজ করতে হবে।

রেডিওটুডে নিউজ/sjn

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের