শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

বেড়েছে করোনায় দেশে মৃতের সংখ্যা, ৯ জনের প্রাণহানি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:২৯, ২৬ নভেম্বর ২০২১

আপডেট: ০০:৩৬, ২৬ নভেম্বর ২০২১

Google News
বেড়েছে করোনায় দেশে মৃতের সংখ্যা, ৯ জনের প্রাণহানি

প্রতীকী ছবি

দেশে করোনায় দৈনিক মৃত্যু সংখ্য বেড়েছে। বেশ কদিন ২-৩ জনের প্রাণহানির পর, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ এবং ৬ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭০ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.২৫ শতাংশ।

এছাড়া এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪.৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকার ৬ জন এবং চট্টগ্রাম, খুলনা ও রংপুরের ১ জন করে রয়েছেন।

এদিকে একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে চলতি বছরের ৫ এবং ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু এবং ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়েছিল।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের