বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

করোনাভাইরাস

৭৬ জনের প্রাণহানি, দু’মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২৩ জুন ২০২১

আপডেট: ২৩:৩৬, ২৩ জুন ২০২১

Google News
৭৬ জনের প্রাণহানি, দু’মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত

প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ‍আরও ৭৬ জনের প্রাণহানি ঘটেছে। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৭০২ জনে। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে গত একদিনে আরও চার হাজার ৮৪৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষায় চার হাজার ৮৪৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই সময়ে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

সরকারী ও বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আট লাখ ৬১ হাজার ১৫০ জন করোনা আক্রান্ত রোগী।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৯০৩ জনসহ মোট সাত লাখ ৮৮ হাজার ৩৮৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭৬ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৪২ জন পুরুষ ও ৩৪ জন নারী। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন মৃতদের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী একজন, ত্রিশোর্ধ্ব আটজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন এবং ষাটোর্ধ্ব ৩৭ জন রয়েছেন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে দু’জন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে ছয়জন রোগী রয়েছেন।


 

 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের