ডেঙ্গুতে জুলাইয়ে ৪১ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২৭৮ জন

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ডেঙ্গুতে জুলাইয়ে ৪১ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২৭৮ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৫, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ২৩:০৩, ৩১ জুলাই ২০২৫

Google News
ডেঙ্গুতে জুলাইয়ে ৪১ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২৭৮ জন

গত এক দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭৮ জন। এ নিয়ে জুলাইয়ে ডেঙ্গুতে মারা গেলেন ৪১ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের। শুধু জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।

চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশালে এবং মৃত্যু হয়েছে ঢাকা মহানগরীতে। বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৭ হাজার  ৯৪২ জন ও মৃত্যু হয়েছে ১৬ জনের। আর ঢাকা মহানগরে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪০ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের। 

গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীর মধ্যে ঢাকা মহানগরে ৬৩ জন, বরিশালে ৭২ জন,  ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৪৬ জন, চট্টগ্রামে ৩৫ জন, রাজশাহীতে ৩৫ জন, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে চারজন  ও রংপুরে পাঁচজন। সিলেটে কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৬২ জন। এর মধ্যে ৯২১ জন ঢাকার বাইরে। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪১ জন।  

মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত ৫ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ওই বছর। আর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের