শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

শিশুদের মেরুদণ্ডের বাঁকা হাড় সোজা হবে বঙ্গবন্ধু মেডিকেলে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭:৪৭, ১৮ জানুয়ারি ২০২২

আপডেট: ০৭:৫১, ১৮ জানুয়ারি ২০২২

Google News
শিশুদের মেরুদণ্ডের বাঁকা হাড় সোজা হবে বঙ্গবন্ধু মেডিকেলে

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশুদের মেরুদণ্ডের বাঁকা হাড় সোজাকরণ ইউনিট চালু করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) ১০ বছরের  শিশু ফুয়াদ হাসানের বাঁকা পিঠ সোজা করার জন্য মেরুদন্ডের হাড়ে সফল  অস্ত্রোপচার  করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি  অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের বহিঃবিভাগ ভবন নম্বর-২ এর ৪০৭ নম্বর কক্ষে প্রতি রোববার বাঁকা পিঠের সমস্যা নিয়ে ভোগা শিশুদের অভিভাবকগণ যোগাযোগ করলে তাদের শিশু সন্তানের জন্য এ সেবা নিতে পারবেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বল্পমূল্যে অস্ত্রোপচারসহ এ চিকিৎসাসেবা দেয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারী বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এসব তথ্য জানিয়েছেন। 
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের