
চীনের নতুন এআই কোম্পানি ‘মুনশট এআই’ শুক্রবার 'কিমি কে-২' নামে একটি নতুন ধরনের এআই মডেল উন্মোচন করেছে। চীনের অন্যান্য এআই কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নিজেদের জায়গা ফিরে পেতে তারা এই পদক্ষেপ নিয়েছে।
মুনশট এআই জানিয়েছে, এই মডেলটি বিশাল তথ্য নিয়ে কাজ করতে পারে (১ ট্রিলিয়ন প্যারামিটার আছে। এর বিশেষ নকশার কারণে এটি কোডিং, বিভিন্ন ধরনের কাজ পরিচালনা এবং অন্য সফটওয়্যারের সাথে সহজে যুক্ত হতে পারে। ফলে, এটি জটিল কাজগুলোকে খুব সহজে ভেঙে বিশ্লেষণ করতে পারে।
মুনশট এআই দাবি করছে, তাদের 'কিমি কে-২' মডেলটি মার্কিন কোম্পানি অ্যানথ্রোপিক এর তৈরি এআই মডেলগুলোর মতোই শক্তিশালী। এমনকি, চীনেরই আরেকটি ওপেন সোর্স মডেল ডিপসিক ভার্সন-৩ থেকেও এটি বেশি ভালো কাজ করে।
মজার বিষয় হলো, চীনের এআই কোম্পানিগুলো তাদের মডেলগুলো সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে, যাতে অন্যরা এগুলো ব্যবহার করতে ও উন্নত করতে পারে। অন্যদিকে, ওপেনএআই ও গুগল এর মতো বড় মার্কিন কোম্পানিগুলো তাদের সবচেয়ে উন্নত মডেলগুলো এখনো নিজেদের কাছেই রেখে দিয়েছে।
মুনশট এআই ছাড়াও ডিপসিক, আলিবাবা, টেনসেন্ট এবং বেইতৌ এর মতো চীনা কোম্পানিগুলো ইতিমধ্যেই নিজেদের ওপেন সোর্স এআই মডেল প্রকাশ করেছে। এতে চীনের এআই জগত আরও নতুনত্ব ও প্রতিযোগিতায় ভরপুর হয়ে উঠছে।
রেডিওটুডে নিউজ/আনাম