চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেইবু উপসাগর বন্দরে এ পর্যন্ত আসা সবচেয়ে বড় কার্গো জাহাজকে স্বাগত জানিয়েছে। বন্দরটি খোলার পর এটাই সবচেয়ে বড় জাহাজ আসার ঘটনা।
দুই লাখ টন ওজনের এই বিশাল জাহাজটি রোববার ছিনচৌ বন্দরের অটোমেটেড টার্মিনালে এসে ভিড়েছে। প্রায় ৩৯৯.৮ মিটার দৈর্ঘ্যের জাহাজটি বন্দরে পৌঁছানোর অল্প সময়ের মধ্যেই পণ্য ওঠানো ও নামানোর কাজ শুরু হয়েছে।
বেইবু উপসাগর বন্দরের অধীনে ছিনচৌ বন্দর ছাড়াও কুয়াংসি-র উপকূলীয় শহর বেইহাই এবং ফাংছংকাং-এ আরও দুটি পৃথক বন্দর রয়েছে।
কন্টেইনার ব্যবসার জন্য বেইবু উপসাগরের মূল কেন্দ্র হলো ছিনচৌ বন্দর। এই বন্দর এ বছর তার সক্ষমতা আরও বাড়িয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

