শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

আমেরিকায় যাচ্ছে আফগান দোভাষীদের প্রথম দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৪, ৩০ জুলাই ২০২১

Google News
আমেরিকায় যাচ্ছে আফগান দোভাষীদের প্রথম দল

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে নিরাপত্তার কারণে বিতাড়িত ২ হাজার ৫০০ জন দোভাষীর প্রথম দল এবং তাদের পরিবার যুক্তরাষ্ট্র যাচ্ছে। দোভাষীদের প্রথম দলটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পৌঁছনোর কথা রয়েছে বলে বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে।

সোশাল ইমিগ্র্যান্ট ভিসা (এসআইভি) প্রক্রিয়াটি শেষ করতে তারা ওয়াশিংটন ডিসির কাছে ফোর্ট লি আর্মি বেসে অবস্থান করবেন।

২০০১ সালে শুরু হওয়া আফগানিস্তান যুদ্ধের সময় যারা মার্কিন সরকার বা আমেরিকান নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সাথে কাজ করেছিলেন তাদেরকে এই এসআইভি প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়া হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ভুল করে এরআগে বিবিসিকে বলেছিল যে বিমানটি ইতিমধ্যেই অবতরণ করেছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ২০০৮ সাল থেকে এসআইভি প্রাপ্ত প্রায় ৭০ হাজার আফগানকে দেশে পুনর্বাসিত করা হয়েছে।

গত সপ্তাহে, স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন যে, এসআইভি আবেদনকারীদের মোট সংখ্যা মাত্র ২০ হাজারের বেশি। প্রায় অর্ধেক এখনও প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করতে পারেনি।

আফগানিস্তানে মোতায়েন করা মার্কিন সেনা ব্যাটালিয়নের সাবেক কমান্ডার মাইক জেসন বিবিসিকে বলেছেন যে, এসআইভি প্রাপ্তদের জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তালেবান নিয়ন্ত্রিত এলাকাজুড়ে ভ্রমণকারী দোভাষীদেরকে "মারাত্মক বিপদে" ফেলে দেয়। বিবিসি অনলাইন

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের