শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

তুরস্কে ভয়াবহ দাবানলে ৪ জনের মৃত্যু: সহায়তার প্রস্তুতি ইরানের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৩, ৩১ জুলাই ২০২১

Google News
তুরস্কে ভয়াবহ দাবানলে ৪ জনের মৃত্যু: সহায়তার প্রস্তুতি ইরানের

তুরস্কের দক্ষিণ ও পশ্চিম উপকূলজুড়ে গত তিন দিন দাবানলের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে তুরস্কের অনেক প্রদেশজুড়ে দাবানল ছড়িয়েছে। কোথাও কোথাওয় প্রবল গরম বাতাস এবং ঝলসানো তাপমাত্রা উপলব্ধি করা গেছে।

ইতিমধ্যে কয়েকশো গ্রাম ও কয়েকটি হোটেল সরিয়ে নেওয়ার পরও তৃতীয় দিনে হাজার হাজার দমকল বাহিনীর কর্মীরা তুরস্কের চলমান বন্য আগুনের বিরুদ্ধে যুদ্ধ করছেন।

এদিকে তুরস্কের এই ভয়াবহ দাবানলের কবলে পড়ে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারটিতে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, চলতি সপ্তাহে দেশীয় এজিয়ান ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে ১৭ টি প্রদেশে প্রায় ৭০টি দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, তীব্র বাতাস এবং জ্বলন্ত তাপমাত্রায় জনজীবন অতীষ্ঠ।

এদিকে তুরস্কের দক্ষিণ ও পশ্চিম উপকূলজুড়ে গত তিন দিন ধরে যে দাবানল জ্বলছে তা নেভানোর কাজে আঙ্কারাকে সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার ওই দাবানলে জানমালের ক্ষয়ক্ষতিতে তুরস্কের সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং এ প্রস্তুতি ঘোষণা করেন।

এখন পর্যন্ত ভয়াবহ ওই দাবানলে অন্তত চারজন নিহত ও ১৮০ জনের বেশি লোক আহত হয়েছে। তুরস্কের ভূমধ্যসাগর তীরবর্তী উপকূলীয় অবকাশযাপন অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দেশটির ফায়ার ব্রিগের সদস্যরা।

খাতিবজাদে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে নিজের অভিজ্ঞতা ও যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করতে চায় ইরান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিন দিন আগে তুরস্কের পর্যটনকেন্দ্র আনতালিয়া থেকে ৭৫ কিলোমিটার পূর্বের একটি জঙ্গলে প্রথম আগুন লাগে। আনতোলিয়ায় রাশিয়াসহ পূর্ব ইউরোপীয় দেশগুলোর পর্যটকদের যাতায়াত বেশি।

প্রথমে যে অঞ্চলে আগুন লাগে সেখানে খুব বেশি বসতি না থাকলেও শুক্রবার নাগাদ আগুন সমুদ্র তীরের হোটেল ও রিসোর্টগুলোর কাছাকাছি পৌঁছে যেতে দেখা যায়। আলজাজিরা ও পার্সটুডে

 

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের