বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগে বিএসএফ সদস্য গ্রেফতার

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ৩১ জুলাই ২০২১

আপডেট: ১৯:২৮, ৩১ জুলাই ২০২১

Google News
বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগে বিএসএফ সদস্য গ্রেফতার

জিজ্ঞাসাবাদের নামে বাংলাদেশি এক নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য রমেশ্বর কয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে দুইদিনের পুলিশ হেফাজতে পাঠান ভারতের বনগাঁও মহকুমা আদালত।

পাশাপাশি ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষা শেষে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর আদেশও দেওয়া হয়। 

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনগাঁও মহকুমা আদালত সহকারী মুখ্য আইনজীবী অমিত দাস। 

ভারতের বনগাঁও খড়ের মাঠ এলাকায় বৃহস্পতিবার অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন গোপালগঞ্জের এক নারী।

পরে তাকে নিয়ে যাওয়া হয় বিএসএফ এর খড়ের মাঠ এলাকার ক্যাম্পে। সেখানেই তিনি ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রমেশ্বর কয়াল বিএসএফ ১৫৮ ব্যাটালিয়নে যুক্ত ছিলেন।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের