শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ম্যারাডোনার মৃত্যু: বিচারের মুখোমুখি হচ্ছেন ৮ চিকিৎসক

প্রকাশিত: ২৩:০৩, ২৫ জুন ২০২২

Google News
ম্যারাডোনার মৃত্যু: বিচারের মুখোমুখি হচ্ছেন ৮ চিকিৎসক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যু রহস্য উন্মোচনে এখনো কাজ করছে তদন্ত সংস্থাগুলো। তার মৃত্যুতে অবহেলা জনিত কারনে অন্তত ৮ জন চিকিৎসককে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে মেডিকেল প্যানেল। তারা ম্যারাডোনার মৃত্যুতে দায়িত্বে ‘অবহেলা ও অনিয়ম’র প্রমাণ পেয়েছে। খবর বিবিসি।  

২০২০ সালের নভেম্বরে দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সের একটি রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান। দীর্ঘ তদন্তের পর দেশটির একটি আদালত ওইসব চিকিৎসকের বিচারের রায় দিয়েছেন। 

আদালতের রায় বলছে, কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা হয়নি। সে সময় চিকিৎসার ঘাটতি দূর করা হলে তিনি বেঁচে থাকার আরো ভালো সুযোগ পেতেন। 

মেডিকেল প্যানেল যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার নিউরোসার্জন এবং ব্যক্তিগত ডাক্তার লিওপোল্ডো লুক, একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী, দুইজন ডাক্তার, দুইজন নার্স এবং তাদের বস। 
যদিও এদের সবাই ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন।

আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী এই অপরাধে আট থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। বিচারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের