শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ইউক্রেনের ৪ অঞ্চলকে রুশ ভূখণ্ড ঘোষণা করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:১৪, ১ অক্টোবর ২০২২

আপডেট: ০৫:১৫, ১ অক্টোবর ২০২২

Google News
ইউক্রেনের ৪ অঞ্চলকে রুশ ভূখণ্ড ঘোষণা করলেন পুতিন

ইউক্রেনের খেরসন, জাপোরঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এসময় এই ৪ অঞ্চলের নেতৃবৃন্দ প্রেসিডেন্ট পুতিনের সামনে রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন।

প্রদেশের নেতৃবৃন্দের স্বাক্ষরের পর রেড স্কয়ারের এক ভাষণে পুতিন বলেন, ‘দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়ার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক। আমরা তাদের সবাইকে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’
 
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত রাশিয়ার আইনসভাও এই চার প্রদেশকে সমর্থন করবে এবং এসব প্রদেশে বসবাসকারী লোকজনকে সাদরে বরণ করে নেবে। দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়ার লাখ লাখ মানুষের ইচ্ছে এবং স্বপ্ন এই যোগদানের সঙ্গে সংশ্লিষ্ট ও এবং রাশিয়ার আইনসভা— দুমা  ও ফেডরেশন কাউন্সিল সংখ্যাগরিষ্ঠ জনগণের আবেগের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।’

পশ্চিমা-বিরোধী এই ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত যে ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার চারটি নতুন অঞ্চল, রুশ ফেডারেশনের চারটি নতুন অংশকে সমর্থন করবে ... কারণ এটি লাখ লাখ মানুষের ইচ্ছের বহি:প্রকাশ।’

পুতিন বলেন, তিনি চান কিয়েভ সরকার এবং পশ্চিমা বিশ্বের সবাই জানুক যে ডনবাস অঞ্চলের লোকেরা চিরতরে রাশিয়ার নাগরিক হয়ে যাবে।

পশ্চিমা বিশ্বকে 'লোভী' হিসাবে বর্ণনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তারা রাশিয়াকে 'উপনিবেশ' বানাতে চায়। সে কারণেই পশ্চিম দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে বলে ভাষণে তিনি উল্লেখ করেন।
 
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রুশ ফেডারেশনে যোগ দেয়া নিয়ে এই চার প্রদেশে গণভোট শুরু হয়েছিলো। পাঁচ দিনব্যাপী এই গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে ভোট দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের