মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

যুক্তরাষ্ট্রের ট্যাংক দেওয়ার ঘোষণার পর, ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ২৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:০৮, ২৭ জানুয়ারি ২০২৩

Google News
যুক্তরাষ্ট্রের ট্যাংক দেওয়ার ঘোষণার পর, ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার একদিনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হয়েছে বলে দাবি করছে কিয়েভ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।

ইউক্রেনের জরুরি বিভাগ বলছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই ক্ষেপণাস্ত্রটি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছিল।

গতকাল কিয়েভ, বাখমুতসহ বিভিন্ন শহরে রাশিয়া মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্য ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা। ওদেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের