শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২৮ জানুয়ারি ২০২৩

Google News
পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ৭

পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।  এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।  শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসা দিচ্ছে ইসরায়েলের স্বাস্থ্যবিষয়ক জরুরি পরিষেবা মাগেন ডেভিড এডোম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বন্দুকধারীও ঘটনাস্থলে গুলিবিদ্ধ ও নিহত হয়েছেন।

পূর্ব জেরুজালেমে থেকে আল-জাজিরার সাংবাদিক জেমস জানান, এক ব্যক্তি ইহুদি উপাসনালয়ের বাইরে গাড়ি থামায় এবং বের হয়ে গুলি চালান।  

ইসরায়েলি স্বাস্থ্য পরিষেবার সূত্রগুলো হামলায় সাতজনের নিহতের কথা বলেছে। কিন্তু দেশটির কিছু মিডিয়া নিহতের সংখ্যা সাতজন জানিয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমে সিনাগগে সন্ত্রাসী হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। ঘটনাস্থলে অনেক পুলিশ অবস্থান করছেন।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের