বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

রিকার্ডো পুলিতি আইএফসির নতুন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৩

Google News
রিকার্ডো পুলিতি আইএফসির নতুন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য এর নতুন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিকার্ডো পুলিতিকে নিয়োগের কথা ঘোষণা করেছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

পুলিতি বেসরকারি খাতের উন্নয়নে উৎসাহিত করতে সবুজ, টেকসই ও অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন পুনরুদ্ধারে আইএফসি’র কার্যকর আঞ্চলিক প্রচেষ্টাগুলোর তদারকি করবেন। এছাড়াও তিনি একাধিক সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রতিক্রিয়া দূর করতে কাজ করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯ অভিঘাত থেকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর আগেই রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানী মূল্য-বৃদ্ধিতে বৈশ্বিক অর্থনীতির নাজুক পরিস্থিতিতে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অর্থনীতি কঠিন সময় অতিবাহিত করছে।

এছাড়াও বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক দুর্বল প্রবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন আবহাওয়া বিপর্যয়ের কারণে এই অঞ্চলের প্রবৃদ্ধি মন্থর হয়ে গেছে।

আইএফসি’র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকালে পুলিতি বেসরকারি খাতে অধিকতর বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘এ বছর বিশ্ব অর্থনীতির সামনে বেশ কয়েকটি বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আর তা মোকাবেলা করতে এই অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টি বাড়ানোসহ বেসরকারি বিনিয়োগ অত্যন্ত জরুরি।’

পুলিতি আরো বলেন, নতুন বিনিয়োগ আকৃষ্ট এবং একে উৎসাহিত করতে সঠিক নীতির প্রয়োজন। এই অঞ্চলের দেশগুলো তাদের বৃহৎ অপুরণীয় বিনিয়োগের চাহিদা মেটাতে সহায্য করার জন্য বেসরকারি খাতে অর্থায়ন করতে পারে। বাস্তবতা হলো এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলকে ঘুরে দাঁড়াতে হবে।’

সবুজ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে জলবায়ু সহনশীল সবুজ উন্নয়ন অতি জরুরি। পাশাপাশি এখানকার জনগণের জন্য ডিজিটাল অবকাঠামো সরবরাহ করতে হবে।

ইতালির নাগরিক পুলিতি বিশ্বব্যাংকে অবকাঠামো বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোতে কার্যকারভাবে অবকাঠামো গঠনে নেতৃত্ব দেন।

এর আগে, পুলিতি আফ্রিকার অবকাঠামো বিষয়ক আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের