বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

জোরালো হচ্ছে স্পেনের লা পালমা’র অগ্ন্যুৎপাত

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ২৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২২:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

Google News
জোরালো হচ্ছে স্পেনের লা পালমা’র অগ্ন্যুৎপাত

ছবি: সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপের লা পালমার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আরও জোরালো হচ্ছে। রোববার (২৬ সেপ্টেম্বর) থেকে দ্বীপটির বিমানবন্দর খুলে দেয়া হলেও বাতাসে ছাইয়ের ঘনত্ব বেশি থাকায় বন্ধ রয়েছে বিমান চলাচল। খবর রয়টার্সের।

আগ্নেয়গিরি থেকে লাভার দুটি সক্রিয় স্রোত উত্তর ও দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে কয়েকশ ঘরবাড়ি। সরিয়ে নেয়া হয়েছে ছয় হাজারের বেশি মানুষকে।

আগ্নেয়গিরি রেসপন্স কমিটির পরিচালক মিগুয়েল জানিয়েছেন, লাভা ছড়িয়ে পড়ার কাছাকাছি জায়গাগুলোতে তাপমাত্রা ১২শ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগ্নেয়গিরির লাভা থেকে প্রতিদিন নির্গত হচ্ছে ৮ থেকে সাড়ে ১০ হাজার টন সালফার ডাইঅক্সাইড গ্যাস। মানবদেহের জন্য বিষাক্ত এই গ্যাস বাতাসের সাথে স্পেনের মূল ভূখণ্ডে পৌছে যেতে পারে কিছুদিনের মধ্যেই। এছাড়াও আটলান্টিক মহাসাগরে লাভা পড়ে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের