বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২০ অক্টোবর ২০২১

Google News
সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

ছবিসূত্র: ইন্টারনেট

সিরিয়ার রাজধানী দামেস্কে বোমা বিস্ফোরণে ১৩ সেনা সদস্য নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি বাসের কাছে পরপর দুটি বোমা বিস্ফোরিত হলে এই সেনা সদস্যরা নিহত হন। দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বোমা হামলায় পুড়ে যাওয়া বাসের ভিডিও ফুটেজ দেখিয়ে জানিয়েছে, বুধবার (২০ অক্টোবর) শহরের ব্যস্ত সময়ে ভিড়ের মধ্যে এই বোমা হামলার ঘটনা ঘটে। যখন সাধারণ মানুষ কর্মস্থলে যাচ্ছিল। আর শিক্ষার্থীরা যাচ্ছিল নিজ নিজ বিদ্যাপীঠে। 

বাসটি হাফিজ আল-আসাদ সেতুর উপর থাকাকালীন দুটি বিস্ফোরণ ঘটে। তৃতীয় বোমাটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইউনিট নিষ্ক্রিয় করেছে। এই ঘটনায় একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন সিরিয়ার একজন সরকারি কর্মকতা।

তবে কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। হামলা হওয়া সেতুটির নিচে শহরটির প্রধান বাসস্ট্যান্ড অবস্থিত। যেখান থেকে বিভিন্ন স্থানে বাসগুলো ছেড়ে যায়।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের