শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

উত্তরাখণ্ডে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:০৯, ২৩ অক্টোবর ২০২১

Google News
উত্তরাখণ্ডে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

ফাইল ছবি

ভারতের উত্তরাখণ্ডের কুমায়ূন রেঞ্জে ট্রেকিংয়ের সময় তুষার ধসের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। ১৭ জনের একটি দল সম্প্রতি সেখানে ট্রেকিংয়ে যায়। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় বিমানবাহিনী।

লামখাগা পাস উত্তরাখণ্ডের দুর্গম একটি এলাকা। এই পাস পেরিয়ে উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায়। সেখানেই ট্রেকিংয়ে যান ওই ১৭ জনের ট্রাকার দলটি। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর পথ হারিয়ে ফেলেন তারা। পরে নিখোঁজের খবর পেয়ে দেশটির নৌবাহিনীর বিশেষ টিম উদ্ধার তৎপরতা শুরু করে। একে একে উদ্ধার হয় ১১ জনের লাশ। স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো।

এদিকে, হিমাচলে বৈরি আবহাওয়া ও প্রবল তুষারপাতের কারণে লাহুল-স্পিতি জেলার বাতালে আটকে পড়েছেন অন্তত ৮০ জন পর্যটক। গাম্ফু-কাজা সড়ক বন্ধ হয়ে যাওয়ায় গত ১৭ অক্টোবর থেকে বাতালের ওই অঞ্চলে আটকে পড়েন তারা। স্বজনরা তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। 

রেডিওটুডে নিউজ/এমএস/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের