শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

লেবানন থেকে ইসরায়েলে ৯০টির বেশি রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

আন্তর্জাতিক

প্রকাশিত: ২২:৪৩, ১১ নভেম্বর ২০২৪

Google News
লেবানন থেকে ইসরায়েলে ৯০টির বেশি রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

লেবানন থেকে ইসরায়েলের হাইফা বে এলাকায় ৯০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, প্রথম পর্যায়ে ৮০টি রকেট ছোড়া হয়। যার মধ্যে অধিকাংশই ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে কয়েকটি রকেট শহরের ভেতরে আঘাত হানে।

দ্বিতীয় পর্যায়ে ১০টি রকেট নিক্ষেপ করা হয়। আইডিএফ বলছে, এসব রকেট হয় প্রতিরোধ করা হয়েছে নয়তো খোলা জায়গায় আঘাত হেনেছে।

কিরিয়াত আতায় বাড়িঘর ও গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া এক কিশোর কাচের টুকরোর আঘাতে সামান্য আহত হয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরের বেশি সময় ধরে চলমান সংঘর্ষের মধ্যে এটি বন্দর শহর হাইফায় অন্যতম বড় রকেট হামলা। ২০২৪ সালের ৮ অক্টোবর হিজবুল্লাহ হাইফায় দুই ধাপে ১০০টির বেশি রকেট ছোড়ে।

এদিকে লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছে হিজবুল্লাহ। সোমবার (১১ নভেম্বর) গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কূটনৈতিক প্রচেষ্টার ‘অগ্রগতি’ হয়েছে এবং ইসরায়েলি মিডিয়ায় মন্ত্রিসভায় যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছে। তবে হিজবুল্লাহ এমন কোনো প্রস্তাব পায়নি।

বৈরুতের দক্ষিণ শহরতলিতে এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ বলেন, এখন পর্যন্ত, আমার তথ্য অনুযায়ী, লেবানন বা আমাদের কাছে এ বিষয়ে (প্রস্তাব) কোনো কর্মকর্তা আসেনি। আমি বিশ্বাস করি যে আমরা এখনো পরীক্ষা করার পর্যায়ে আছি এবং প্রাথমিক ধারণা এবং সক্রিয় আলোচনা উপস্থাপন করছি। তবে এখন পর্যন্ত বাস্তবে কিছুই হয়নি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের