শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

রাশিয়ায় খনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ২৬ নভেম্বর ২০২১

Google News
রাশিয়ায় খনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২

ছবি ইন্টারনেট

রাশিয়ার সাইবেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ কয়লা খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫২ তে।
স্থানীয় সংবাদমাধ্য জানায়, বৃহস্পতিবার লিজতিজনায়া খনির বায়ুচলাচল খাদের কয়লা গুঁড়োতে আগুন ধরলে দুর্ঘটনার সূত্রপাত হয়; আগুনের কারণে খনিটির ভেতর ধোঁয়ায় ভরে যায়। তাৎক্ষণিকভাবে ১১ শ্রমিকের মৃত্যুর খবর মেলে।

কিন্তু রাতের মধ্যে আটকেপড়া শ্রমিকদের উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় বাড়তে থাকে নিহতের সংখ্যা। মৃতদের মধ্যে কয়েক উদ্ধারকর্মীও আছে বলে জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনার সময় কয়লা খনিটিতে ২৮৫ জন কর্মরত ছিলেন। তাদের বেশিরভাগই ধোঁয়া ছড়িয়ে পড়ার সময়ই খনির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। এদের মধ্যে ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেসময় ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

খনিতে বিপজ্জনক মিথেন গ্যাসের উপস্থিতি এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে এমন শঙ্কা থাকার কারণে সাময়িকভাবে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। খনিটির পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 

রেডিওটুডে নিউজ/এসজেএন

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের