বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

জনসংখ্যার সংকট মোকাবিলায় মাতৃত্বকালীন ছুটি বাড়ালো চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:১৫, ২৭ নভেম্বর ২০২১

Google News
জনসংখ্যার সংকট মোকাবিলায় মাতৃত্বকালীন ছুটি বাড়ালো চীন

প্রতীকী ছবি

রেকর্ড নিম্ন জন্মহারের কারণে জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হয়েছে চীন। আর তাই শিশু-পালনকে উৎসাহিত করার সর্বশেষ চেষ্টা হিসেবে চীনের বেশ কয়েকটি অঞ্চলে মাতৃত্বকালীন ছুটি কমপক্ষে ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট অঞ্চলের কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ নভেম্বর) নারীদের ১৫৮ দিনের মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন বলে বেইজিংয়ের সরকার ঘোষণা করে। একদিন আগে সাংহাই কর্তৃপক্ষ একই ধরনের পরিবর্তন ঘোষণা করে।

চীনের সরকারি বার্তা সংস্থা জানায়, পূর্ব ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মায়েরা এখন মোট ১৮৮ দিনের মাতৃত্বকালীন ছুটি নিতে পারেন।

এদিকে কর্তৃপক্ষের নেওয়া এমন সিদ্ধান্তের ফলে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে আবার উদ্বেগ জানিয়েছেন। কারণ এর ফলে নারীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলো দুইবার চিন্তা করবে। এতে নারীদের বেকারত্বের হার বাড়তে পারে।

এ বছর দেশটিতে পরিবার পরিকল্পনার নিয়মও শিথিল হয়েছে। কারণ দেশটির অধিকাংশ কর্মচারীদের মধ্যে বার্ধক্যজনিত সমস্যা দেখা দেওয়ায় অর্থনীতির গতি ধীর হচ্ছে।

এদিকে বেইজিংয়ে পিতৃত্বকালীন সময় কেন বাড়বে না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

চীন ২০১৬ সালে এক সন্তান নীতি পরিহার করে দুই সন্তান নীতিতে প্রবেশ করে। সবশেষ এ বছরের শুরুতে তিন সন্তান নেওয়ার অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের