শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ভূমধ্যসাগর থেকে ৪৮৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৭, ২৭ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:৪১, ২৭ নভেম্বর ২০২১

Google News
ভূমধ্যসাগর থেকে ৪৮৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ছবি ইন্টারনেট

ভূমধ্যসাগর থেকে ৪শ ৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। তাদের মধ্যে অন্তত ৯৩ জন শিশুও রয়েছেন। উদ্ধারকৃতরা মিসর, সিরিয়া, সুদান, ইথিওপিয়া, ফিলিস্তিনি এবং পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

শুক্রবার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকায় করে তারা অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।

এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাসিন্দা। দেশটির কেরকেন্নাহ দ্বীপের কাছ থেকে পেট্রোল বোট ও নৌবাহিনীর জাহাজের মাধ্যমে তাদের উদ্ধার করে বন্দরে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ১শ ৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। 

সম্প্রতি তিউনিশিয়া এবং লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে একাধিক অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনাও ঘটেছে। প্রায় সময় ছোট ছোট নৌকা দিয়ে অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের প্রবেশের চেষ্টা চালাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারান অনেকে।

রেডিওটুডে নিউজ/এসজেএন/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের