বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ওমিক্রনের হানা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ৩ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৯:২০, ৩ ডিসেম্বর ২০২১

Google News
যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ওমিক্রনের হানা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে মোট ১০ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। নিউইয়র্কের কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, ক্যালিফোর্নিয়া, কলারাডো, মিনেসোটায় ওমিক্রনের উপস্থিতি শনাক্ত হওয়া প্রত্যেকের করোনার দুই ডোজ টিকা নেয়া ছিল। টিকা নেওয়া ব্যক্তিদের শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া দেশটির হাওয়াই অঙ্গরাজ্যে ভ্যাকসিন না নেওয়া একজনের ওমিক্রন ধরা পড়েছে। ওই ব্যক্তির শরীরে মাঝারি মাত্রার লক্ষণ পাওয়া গেছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, তার রাজ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬৭ বছর বয়সি এক নারী। সম্প্রতি ওই নারী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন।

তিনি আরও বলেন, এই নারী ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু তিনি একটি বা দুটি নাকি বুস্টার ডোজ নিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। অন্য চারজন যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তারাও নিউইয়র্ক সিটির বাসিন্দা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রথম ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মিনেসোটার বাসিন্দা। তিনিও টিকার পূর্ণ ডোজ নিয়েছিলেন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের