শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিদায় নিলেন অ্যাঞ্জেলো ম্যার্কেল

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:১০, ৪ ডিসেম্বর ২০২১

Google News
বিদায় নিলেন অ্যাঞ্জেলো ম্যার্কেল

ছবি: ডয়েচে ভেলে

দীর্ঘ প্রায় ১৬ বছর দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলো ম্যার্কেল। 

যথাযোগ্য সামরিক মর্যাদায় বার্লিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতরে জার্মান সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজের শেষ ভাষণে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা পক্ষে কথা বলেন ম্যার্কেল। 

সরকার প্রধান হিসেবে বিদায় নেবার আগে নিজের ভাষণে ম্যার্কেল গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার পক্ষে সওয়াল করলেন৷ তার মতে, যখনই কোথাও ঘৃণা ও হিংসাকে নিজস্ব স্বার্থ রক্ষার বৈধ হাতিয়ার হিসেবে গণ্য করা হয়, তখনই গণতন্ত্রকামী হিসেবে আমাদের সহিষ্ণুতার সীমা শেষ হওয়া উচিত৷ 

তিনি জার্মানির মানুষের উদ্দেশ্যে ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান৷ অন্যের দৃষ্টিভঙ্গি থেকেও সবসময়ে জগতকে দেখার পরামর্শ দেন তিনি৷ পাশাপাশি কখনোই আশাবাদ ত্যাগ না করারও ডাক দেন ম্যার্কেল৷

সূত্র: ডয়েচে ভেলে

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের