শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

ওমিক্রন প্রতিরোধে টিকায় পরিবর্তন আনার আহ্বান ডব্লিউএইচওর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৪, ৪ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৮:১৩, ৪ ডিসেম্বর ২০২১

Google News
ওমিক্রন প্রতিরোধে টিকায় পরিবর্তন আনার আহ্বান ডব্লিউএইচওর

ছবি সংগৃহীত

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কোম্পানিগুলোকে তাদের টিকার পরিবর্তিত সংস্করণ আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজার‌ল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ার।

সংবাদ সম্মেলনে টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলোর উদ্দেশে লিন্ডমেইয়ার বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, ওমিক্রমনের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই টিকা কোম্পানিগুলোর উচিত হবে এই ধরনটিকে মোকাবিলা করার উপযোগী টিকার সংস্করণ বাজারে আনা। আপনারা এটিকে সংস্থার আহ্বান বা নির্দেশ- যে কোনো কিছু ভাবতে পারেন।’


এদিকে জার্মান ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ও করোনা টিকা ফাইজার-বায়োএনটেকের অন্যতম অংশীদার বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর সাহিন বলেন, ইতোমধ্যে তাদের কোম্পানি কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই টিকার পরিবর্তিত সংস্করণ তারা বাজারে আনতে পারবেন।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রমণ সম্পর্কে এখনও পরিপূর্ণ বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে ডব্লিউএইচওর টেকনিক্যাল শাখার পরিচালক মারিয়া ভ্যান কারখোভ জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবে ডব্লিউএইচও।  

সংবাদ সম্মেলনে লিন্ডমেইয়ারও বলেছেন, ওমিক্রন একটি বিধ্বংসী রূপান্তরিত ধরন- এ বিষয়টি সত্য হলেও বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা।

রেডিওটুডে নিউজ/এসজেএন/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের