মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিশ্বে করোনায় একদিনে ৭ হাজার মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক

প্রকাশিত: ১৪:৩২, ৪ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৮:১৩, ৪ ডিসেম্বর ২০২১

Google News
বিশ্বে করোনায় একদিনে ৭ হাজার মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র 

ছবি সংগৃহীত

প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে একদিনে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭১ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ২৩৬ জন। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানায়, দৈনিক সংক্রমণের ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ১ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারের বেশি। এরপরই রাশিয়ার অবস্থান। দেশটিতে একদিনে প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের।  

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর করোনায় আক্রান্ত-মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে জার্মানি। দেশটিতে নতুন আক্রান্ত ৭০ হাজার ৬৮১, মৃত্যু ৩৯৯, যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৫০ হাজার ৩৭৫, মৃত্যু ১৪৩, ফ্রান্সে নতুন আক্রান্ত ৪৯ হাজার ৮৫৮ এবং মৃত্যু ১২৭, পোল্যান্ডে নতুন আক্রান্ত ২৬ হাজার ৯৬৫, মৃত্যু ৪৭০ ও বেলজিয়ামে একদিনে নতুন আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১১৩ এবং প্রাণহানি হয়েছে ৪৮ জনের।  
 

রেডিওটুডে নিউজ/এসজেএন/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের